করোনা আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভরতা’র এই ডাককে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর। তিনি বলছেন,’হয় গোটা দুনিয়া বোকা। আর নাহয় আমরা অনেক বেশি চালাক হয়ে গিয়েছি।’ প্রশান্তের মতে, এই পরিস্থিতিতে গোটা দুনিয়া যখন করোনা নামক মহামারীর বিরুদ্ধে লড়ছে তখন আত্মনির্ভরতার স্বপ্ন দেখা বোকামি।
করোনা মোকাবিলায় কেন্দ্র সরকারের ভুমিকা নিয়ে শুরু থেকেই সরব প্রশান্ত। কখনও লকডাউনের যৌক্তিকতা নিয়ে, কখনও কম সংখ্যক টেস্ট নিয়ে আবার কখনও চিকিৎসা পরিকাঠামো নিয়ে সরকারকে কটাক্ষ করে এসেছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর ভাষণের পরও তাঁর প্রতিক্রিয়া ছিল তীব্র এবং বুদ্ধিদীপ্ত।
এই প্রসঙ্গে তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা বলেছেন, ‘হয় গোটা দুনিয়া বোকা আর না হয় আমরা অতি বুদ্ধিমান হয়ে গিয়েছি। গোটা বিশ্বে যেখানে করোনা মহামারী জীবন বাঁচানোর লড়াই হিসেবে উঠে এসেছে, অর্থনৈতিক দিক থেকে ধাক্কা হিসেবে উঠে এসেছে। তখন আমরা এই পরিস্থিতিতে সুযোগ কাজে লাগানোর কথা বলছি। এবং বিশ্বাস করছি যে, এই সুযোগে আবার বিশ্বের শ্রেষ্ঠ আসনে বসতে পারি। এই পরিস্থিতিতে গোটা দুনিয়া যখন করোনা নামক মহামরীর বিরুদ্ধে লড়ছে তখন আত্মনির্ভরতার স্বপ্ন দেখা বোকামি।’