গত মাসের শেষ থেকেই গোটা দেশে স্পেশাল ট্রেন চালিয়ে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়েছে কেন্দ্র। তবে শুধু শ্রমিক নয়, ভিন রাজ্যে আটকে থাকা মানুষদেরও ঘরে ফেরাতে আজ থেকে নতুন করে শুরু হচ্ছে রেল পরিষেবা। এরই মাঝে পাঞ্জাবের এক ঘটনা চিন্তা বাড়িয়ে দিল ভারতীয় রেলের জানা গেছে এদের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ জন আরপিএফ জওয়ানের শরীরে করোনার জীবাণু ধরা পড়েছে।
তবে দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ এই ১৪ জনই শ্রমিকদের ঘরে ফেরাতে স্পেশাল ট্রেনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এই ঘটনা গোটা দেশের জন্য যে চিন্তাজনক হয়ে উঠতে পারে, তা অস্বীকার করার উপায় নেই। জানা গিয়েছে যে, যেই জওয়ানদের শরীরে করোনার জীবাণু ধরা পড়েছে, তাঁরা প্রত্যেকেই পাঞ্জাবের লুধিয়ানার।
এই প্রসঙ্গে রেলের ডেপুটি কমিশনার প্রদীপ কুমার অগ্রওয়াল সংবাদমাধ্যমকে বলেন, এখনো পর্যন্ত ১১১ টি করোনা টেস্টের স্যাম্পেল রাজেন্দ্র হাসপাতালে পাঠানো হয়েছে। তারমধ্যে ১৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তার মধ্যে রয়েছেন ১৪ জন রেল পুলিশ ফোর্সের জওয়ান। দেশজুড়ে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর পর এই ঘটনা যে বেশ চিন্তা জনক মেনে নিচ্ছে রেল কর্তৃপক্ষ।
জানা গেছে, শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর জন্য ৭ মে ৪০ জন আরপিএফ জওয়ানকে লুধিয়ানা আনা হয়েছিল। দায়িত্ব সম্পন্ন করার পর, তাদের মধ্য থেকে দুজনের রিপোর্ট আগেই পজিটিভ আসে। এরপর বাকি ৩৮ জনকে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়। প্রত্যেকের স্যাম্পল পাঠানো হয় করোনা পরীক্ষার জন্য। সেখানেই ১৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।