অবশেষে মিলল মুক্তি! ঠিক ৫৫ দিন পর দিল্লীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুক্তি পেলেন জার্মান নাগরিক। তারপরেই রওনা দিলেন আমস্টারডামের উদ্দেশ্যে। বিমানে উঠে রওনা দেওয়ার আগে অবশ্য পরীক্ষা করে দেখে নেওয়া হয় তাঁকে। লকডাউনের জেরে প্রায় ৫৫ দিন ধরে আটকে ছিলেন বিমানবন্দরে। আজ সকালে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় তাঁকে শেষ অবধি আমস্টারডামের বিমানে তুলে দেওয়া হয়।
দিল্লী বিমানবন্দরে তিনি মার্চ মাসে আটকে পড়ায় তাঁকে জেরা করে জানা যায়, ভিয়েতনাম থেকে ইস্তানবুল যাওয়ার জন্য ১৮ মার্চ ভারতে এসে পৌঁছন এদগার্ড জেবাত। কিন্তু ততদিনে সংক্রমণ ছড়িয়েছে পশ্চিমের দেশগুলিতে। ফলে সংক্রমণ রুখতে ইস্তানবুল-সহ সৌদি আরব যাতায়াতের সমস্ত বিমান তখন বাতিল করে দেওয়া হয়েছে বলে তাঁকে জানান এক আধিকারিক। ফলে মহা ফাঁপড়ে পড়েন এই জার্মান নাগরিক। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে দিল্লীর জার্মান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। কারণ এমতাবস্থায় একমাত্র তাঁরাই এদগার্ড জেবাতের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করে দিতে পারবেন বলে জানানো হয়। কিন্তু জেবাতের কাছে তুরস্কের পাসপোর্ট না থাকায় জার্মান দূতাবাস ও তুরস্ক বিমান সংস্থার কেউই তাঁকে বিমানে যাত্রা করার অনুমতি দেয়নি।
অন্যদিকে জেবাতের কাছে ভারতীয় পাসপোর্টও না থাকায় তাঁকে শহরের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া যায়নি। ফলে অপেক্ষা করা ছাড়া সেই যুবার কাছে আর কোনও রাস্তায় খোলা ছিল না। বিমানবন্দর কর্তৃপক্ষ অবশ্য তাঁর থাকা-খাওয়া, যাবতীয় প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করে তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এরপরে ২৫ মার্চ থেকে ভারতে লকডাউন শুরু হয়। এর ফলে ৫৫ দিন ধরে বিমানবন্দরের মধ্যেই আটকে থাকতে হয় ৪০ বছর বয়সী জেবাতকে।