করোনা সংক্রমণ রোধ করতে গত ২৫ মার্চ থেকে গোটা দেশজুড়ে চলছে একটানা লকডাউন। তবে এর জেরেই বেজায় চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। কারণ এই লকডাউন পরিস্থিতিতে কারও বাড়িতে বিদ্যুৎ বিল আসছে না, তো কারও বাড়িতে আবার মোটা অঙ্কের বিল হাজির হয়েছে। আবার কারও কারও কাছে মোবাইলে ঢুকছে এসএমএস। আর এ নিয়েই কিছুটা হলেও চিন্তিত ছিলেন রাজ্যের গৃহস্থরা। এবার সেই উদ্বেগ থেকে মুক্তি দিতে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা দিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
সোমবার সন্ধ্যায় শোভনদেব ভিডিও বার্তায় জানান যে, লকডাউনের মধ্যে রাজ্য বিদ্যুৎ দফতরের কর্মীরা যেমন বাড়ি বাড়ি গিয়ে মিটার চেক করতে পারেননি তেমনি অনেক বাড়িতে দরজাও খোলা হয়নি মিটার দেখতে দেওয়ার জন্য। তাই অনেকের বাড়িতেই বিল ঠিকঠাক ভাবে পাঠানো যাচ্ছে না। আপাতত ঠিক হয়েছে যাদের কাছে বিল পৌঁছে দেওয়া যাচ্ছে তাঁদের বাড়িতে গতবছরের যে বিল হয়েছিল তারই সমান মাপের বিল যাবে। অর্থাৎ মার্চ মাসের বিদ্যুৎ ব্যবহারের জন্য এপ্রিল মাসে যে বিল আসার কথা সেটা ২০১৯ সালের এপ্রিল মাসে যে অঙ্কের বিল হয়েছিল সেটাকেই আরও একবার পাঠানো হবে।
পাতি হিসাবে ২০১৯ সালের এপ্রিল মাসের বিল আর ২০২০ সালের এপ্রিল মাসের বিল একই থাকবে। যতদিন লকডাউন চলবে ততদিন এইভাবে মাস ধরে ধরে বিল পাঠানো হবে। লকডাউন উঠলে মিটার রিডিংয়ের জন্য লোক যাবে। তারপর দেখা হবে কার বাড়িতে কতটা বেশি বা কব বিল গিয়েছে। বিল বেশি গিয়ে থাকলে তা পরবর্তী বিলগুলিতে অ্যাডজাস্ট করা হবে আর কম গিয়ে থাকলে বাড়তি টাকা পরবর্তী বিলে যোগ হয়ে যাবে। মন্ত্রী এ-ও জানান যে শুধু রাজ্য বিদ্যুৎ পর্ষদের এলাকাতেই এই নিয়ম লাগু হচ্ছে না তিনি সিইএসসিকেও এই পদ্ধতি মেনে চলতে বলেছেন।