৫০ দিন পরে ট্রেনের নতুন যাত্রা শুরু হচ্ছে ১৫ জোড়া ট্রেন দিয়ে, যার সবগুলোই বিভিন্ন রাজ্য থেকে ছেড়ে আসবে দিল্লীতে এবং ফিরে যাবে রাজ্যগুলোতে। এবার ট্রেনের পাশাপাশি বিমান চলাচলও শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
১৮ মে থেকে ডোমেস্টিক উড়ান চালানোর ভাবনাচিন্তা করছে অসারমিক বিমান পরিবহন মন্ত্রক। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ইতিমধ্যেই কথাবার্তা শুরু করেছে বিমান সংস্থা, ট্রাভেল এজেন্ট ও স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
লকডাউনের জেরে দেশের অর্থনীতির বেহাল দশা। বিমান সংস্থাগুলির আয় তলানিতে ঠেকেছে। কর্মীদের বেতন অনেকটাই কাটা হয়েছে। এই অবস্থায় দেশের বেশ কিছু অংশে ১৮ মে বা তার আগেই চালু হয়ে যেতে পারে ডোমেস্টিক উড়ান। সেই মার্চের শেষ সপ্তাহ থেকেই থেকেই বিমান চলাচল বন্ধ রয়েছে।