লকডাউন বিধি মানা হচ্ছে কি না, গোটা দেশেই তা ঘুরেফিরে খতিয়ে দেখছেন বিভিন্ন রাজ্যের পুলিশ আধিকারিকরা। সেইরকমই যোগীরাজ্যেও চলছিল এরকম অভিযান। আর সেইসময়েই রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা সবজি বোঝাই ভ্যান উলটেও দেন এক পুলিশ আধিকারিক। বাড়ির ছাদ থেকে এক ব্যক্তি পুরো ঘটনার ভিডিও করেন। তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তিনি। সম্প্রতি ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মীরাটের ওই ভাইরাল ভিডিওর জেরে সমালোচনার মুখে উত্তরপ্রদেশ পুলিশ।
যোগী আদিত্যনাথের রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা যথেষ্ট উদ্বেগজনক। রাজ্যের পাঁচটি জেলার অবস্থা অত্যন্ত ভয়াবহ। তার মধ্যে মীরাট অন্যতম। ইতিমধ্যেই বাহাত্তরটি জেলার ৩০০টি জায়গাকে হটস্পট হিসাবে চিহ্নিত করেছে যোগী প্রশাসন। সেই এলাকাগুলিতে বাইরের লোক প্রবেশ এবং বেরনোর ক্ষেত্রে জারি হয়েছে কড়া নির্দেশিকা। বাড়ি থেকে বেরনোর ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
যদিও ওই এলাকার সমস্ত বাসিন্দাদের কাছে অত্যাবশ্যকীয় পণ্য পৌঁছে দেওয়ার কথা প্রশাসনিক আধিকারিকদেরই। সবজিও সেই অত্যাবশ্যকীয় সামগ্রীর মধ্যে অন্তর্ভুক্ত। যদিও সমাজবাদী পার্টির বিধায়ক হাজি রফিক আনসারির দাবি, ‘এই এলাকাগুলিতে সঠিকভাবে অত্যাবশ্যকীয় পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে না। তার ফলে স্থানীয় বাসিন্দারা বিপাকে পড়েছেন। না খেয়েও অনেক সময় দিন কাটছে তাঁদের।’
কিন্তু অত্যাবশ্যকীয় পণ্য হওয়া সত্ত্বেও কেন যোগীর পুলিশ সবজির গাড়ি উলটে দিচ্ছে তা নিয়ে গোটা দেশেই সমালোচনার ঝড় উঠছে। এই অভিযোগ সামনে আসার পর বিপাকে পড়েছে উত্তরপ্রদেশ পুলিশ-প্রশাসনও। তবে গোটা বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।