দেশের প্রতিটি রাজ্য ভাইরাস সংক্রান্ত তথ্য প্রায় প্রত্যেক দিন সামনে আনছে। মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান সহ একাধিক রাজ্য করোনাভাইরাস সংক্রান্ত সমস্ত তথ্য সাধারণ মানুষকে জানাচ্ছে। কিন্তু এই কাজ শেষ দশ দিন যাবত বন্ধ করে দিয়েছে মধ্যপ্রদেশ সরকার! যা ইতিমধ্যেই চিন্তা বাড়িয়েছে বিশেষজ্ঞদের।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শুধুমাত্র ইন্দোর থেকে ১০,৮৯৯ টি স্যাম্পেল পরীক্ষার জন্য নেওয়া হয়েছে, যে ইন্দোর ভারতের করোনা হটস্পটের অন্যতম। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ৫ মে-র তথ্য অনুযায়ী মধ্যপ্রদেশে এই মুহূর্তে কোন আক্রান্তের সংখ্যা ৩,০৪৯, এবং মৃত্যু হয়েছে ১৭৬ জনের। জাতীয় পর্যায়ে আক্রান্তের সঙ্গে মৃত্যুর হার ৩.৪২%, সেই জায়গায় মধ্যপ্রদেশে মৃত্যুর হার ৫.৭৭%, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যদিও এখনো পর্যন্ত মধ্যপ্রদেশ সরকারের তরফে কর্মে সংক্রান্ত কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।
জানা গিয়েছে, শেষ দশদিনের করোনাভাইরাস সংক্রান্ত কোনো তথ্য দেয়নি মধ্যপ্রদেশ সরকার। শেষবার ২৬ এপ্রিল রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রক বিবৃতিতে জানায়, মোট ৩৮,৭০৮ জনের লালা রস পরীক্ষার জন্য নেওয়া হয়েছিল। এরমধ্যে ৮,৪৩৯ জনের পরীক্ষার রিপোর্ট জানা বাকি ছিল। কিন্তু এর পরবর্তী ক্ষেত্রেই আরেকটি বিবৃতি প্রকাশ করা হয় যেখানে রাজ্যের পরীক্ষার জন্য নেওয়া মোট স্যাম্পল, পজেটিভ রোগী এবং ভাইরাসের নেগেটিভ রিপোর্ট সংক্রান্ত তথ্য দেওয়া হয়। উল্লেখযোগ্য বিষয় দুটি রিপোর্টের তথ্য সম্পূর্ণ ভিন্ন ছিল। এর পরবর্তী ক্ষেত্রে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি মধ্যপ্রদেশ সরকারের তরফে।