মঙ্গলবার গোটা দেশের মধ্যে একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গুজরাতে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৯ জনের মৃত্যু হয়েছে। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির করোনা মোকাবিলায় পদ্ধতিতে কেন্দ্রীয় সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
গুজরাতের করোনা পরিস্থিতির শোচনীয় অবস্থা বিচার করে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বিজয় রূপানির পছন্দের অফিসারদের পাশে সরিয়ে অন্য কয়েকজন আমলাকে মূল দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে রূপানির ব্যর্থতা নিয়ে কেন্দ্রীয় সরকার দিল্লীতে বিজেপির হাইকম্যান্ডকে কড়া চিঠি পাঠিয়েছে বলেও জানা গিয়েছে। করোনা ছাড়াও পরিযায়ী শ্রমিকদের সমস্যা মেটাতেও এই রাজ্য সম্পূর্ণ ব্যর্থ বলেও ক্ষোভ প্রকাশ করা হয়েছে সেখানে।
এই রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের অত্যন্ত দুর্দশার মধ্যে দিন কাটাতে হয় বলে অভিযোগ। এমনকি দেশে ফেরার জন্য শ্রমিকদের টাকাও ব্যয় করতে হয়েছে বলে জানা গিয়েছে। এই সব কিছু মিলিয়েই রূপানির ওপর অত্যন্ত ক্ষুব্ধ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।