ভারতে করোনা এখন যে অবস্থায় আছে তাতে এই মারণ ভাইরাস মোকাবিলায় লকডাউন কোনও সমাধান নয় বলে মনে করছেন বিজ্ঞানীরা। ভারতের মতো ঘন জনসংখ্যার দেশে লকডাউন নয়, একটু অন্যভাবে করোনার বিরুদ্ধে লড়তে হবে বলে জানিয়েছেন ডা. ওয়াইকার শেখ। তিনি জানাচ্ছেন, হার্ড ইমিউনিটি ছাড়া করোনাকে বাগে আনা সম্ভব নয়।
লকডাউন প্রত্যাহার করে নিলে তবেই হার্ড ইমিউনিটি গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন ডা. শেখ। দেশে ইতিমধ্যে এমন অনেকের শরীরে করোনা ধরা পড়েছে, যাঁদের কোনও উপসর্গ নেই। এর অর্থ ভারতীয়দের শরীরে করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠা শুরু হয়ে গিয়েছে। তাই ধাপে ধাপে লকডাউন তুলে এই হার্ড ইমিউনিটিকে আরও প্রসারিত হতে দেওয়া প্রয়োজন বলে মনে করছেন সিনিয়র অ্যালার্জি এবং অ্যাসথমা বিশেষজ্ঞ ডা. শেখ।
করোনার বিরুদ্ধে হার্ড ইমিউনিটির কথা বলে সমালোচিত হয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি নিজেও করোনায় আক্রান্ত হন। কিন্তু ভারতের মতো দেশে করোনার বিরুদ্ধে লড়তে লকডাউন নয়, হার্ড ইমিউনিটির ওপরেই ভরসা রাখতে বলছেন বিজ্ঞানীরা।