দিনকে দিন আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। রোজই প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। আর এর ফলে রোজ নিজেই নিজের রেকর্ড ভাঙছে করোনা ভাইরাস। এই পরিস্থিতিতে দেশের মধ্যে বাংলায় করোনায় মৃত্যুর হার সর্বাধিক বলে বিজেপি-সহ বিরোধীরা যে দাবি করে আসছে বেশ কয়েকদিন ধরে, এবার যাবতীয় তথ্য দিয়ে তারই পাল্টা দিল তৃণমূল। একটি তালিকা প্রকাশ করে রাজ্যের শাসক দল স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, গোটা দেশের নিরিখে করোনা আক্রান্তের সংখ্যা দেশের মধ্যে অনেক কম বাংলায়। প্রতি ১ কোটিতে রাজ্যে ১২৬ জন আক্রান্ত। ওই তালিকায় সবার ওপরে রয়েছে দিল্লী।
তৃণমূল যে তালিকা প্রকাশ করেছে, তাতে মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশের পরে রয়েছে বাংলা। এই তালিকায় বিজেপি শাসিত রাজ্যের সংখ্যাই বেশি। কেন্দ্রের শাসকদল বিজেপিকে তৃণমূলের প্রশ্ন, কোন মুখে তারা প্রশ্ন তুলছে! যেখানে অন্যান্য রাজ্যগুলির তুলনায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা অনেক কম। ৪ মে পর্যন্ত পরিসংখ্যান ঘেঁটে দেখা যাচ্ছে, প্রতি এক কোটিতে করোনা আক্রান্ত সর্বাধিক দিল্লূতে (২৪৪৯)। এরপরই দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র (১২১২), তৃতীয় গুজরাতে (৮৯৩), চারে তামিলনাড়ু (৪৪৪), পাঁচে রাজস্থান (৩৮৩), ছয়ে মধ্যপ্রদেশ (৩৫৯) এবং সাতে রয়েচহে বাংলা (১২৬ জন)।
প্রসঙ্গত, করোনা মোকাবিলায় বাংলার সাফল্য গোটা দেশের সামনে তুলে ধরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরাও পিছিয়ে নেই। করোনা মোকাবিলায় বিরোধীরা যে প্রশ্ন তুলছে, তার জবাব দিতে একের পর এক পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে। উল্লেখ্য, মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত চার সপ্তাহে রাজ্যের প্রত্যন্ত এলাকায় সাড়ে পাঁচ কোটি বাড়ি গিয়ে ৮৭২ এসএআরআই রোগী এবং ৯১,৫১৫ আইএলআই রোগীকে চিহ্নিত করা হয়েছে। আর এই বিরাট কর্মযজ্ঞের নেপথ্যে রয়েছেন রাজ্যের ৬০ হাজার প্রশিক্ষিত আশা ও স্বাস্থ্যকর্মী। এবার তালিকা প্রকাশ করে বিরোধীদের একহাত নিল তাঁর দল।