করোনা রোখার একমাত্র উপায় সামাজিক দূরত্ব। কিন্তু কেউ মানছেন না। ঘরে থাকছেন না লকডাউনেও। এখনও নানা বাজারে, দোকানে একসঙ্গে একাধিক মানুষকে জটলা করতে দেখা যাচ্ছে। এবার সামাজিক দূরত্ব মেনে চলা নিশ্চিত করতে ছাতা ব্যবহারের নির্দেশ দিল উড়িষ্যা সরকার। আপাতত উড়িষ্যার গঞ্জাম জেলায় এই নির্দেশ দিয়েছে প্রশাসন।
গঞ্জামের জেলাশাসক বিজয় অমৃত কুলাঙ্গির মতে, রাস্তাঘাটে সকলে ছাতা নিয়ে বেরোলে স্বাভাবিক ভাবেই একে অপরের থেকে দূরত্ব বজায় থাকবে। কারণ একটি ছাতার যা ব্যাস, তাতে করে তা মাথায় দিলে অনেকটাই দূরত্ব বজায় রাখা সম্ভব। তিনি টুইটারে একটি মজার ছবি এঁকেও শেয়ার করেছেন, যাতে দেখা যাচ্ছে যে কীভাবে একটি ছাতা থাকায় দু’জনের মধ্যে প্রায় ১.৫ মিটার দূরত্ব বজায় থাকবে। এর আগে কেরালা সরকারও ছাতা ব্যবহারের পরামর্শ দেয়। এবার সেই পথেই হাটল উড়িষ্যা।
আলাপুঝা জেলায় পঞ্চায়েতের তরফেও ঠিক এই একই নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের তরফ থেকে নির্দেশিকা জারি করে সাধারণ মানুষকে বলা হয়, জরুরি কাজে একান্তই যদি বাইরে বেরোতেই হয় তবে যে কোনও সময়ে জায়গায় যাওয়ার সময়ে ছাতা ব্যবহার করা বাধ্যতামূলক। কারণ এর ফলে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মটি খুব সহজেই কার্যকর করা যায়।