ক্রিকেট পাগল ছিলেন তিনিও। কি হয়েছে তিনি স্টার তো! আর দশ জন ভারতীয় মতোই পাগল ছিলেন, খেলা দেখতে এবং খেলা নিয়ে কথা বলতে, দুটোই খুব ভালবাসতেন ঋষি কাপূর। তার প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন থেকে বর্তমান সব প্রজন্মের তারকারা। টুইট করে প্রয়াত অভিনেতার আত্মার শান্তি কামনা করেছেন শচীন, কুম্বলে থেকে শুরু করে বিরাট, ধাওয়ান পর্যন্ত সকলেই।
শচীন তেণ্ডুলকর বলছেন, “ঋষিজির মৃত্যু আমার কাছে অত্যন্ত দুঃসংবাদ। ওঁর সিনেমা দেখেই আমরা বড় হয়েছি। যতবার আমাদের দেখা হয়েছে ততবার আন্তরিকতা দেখিয়েছেন। ওঁর আত্মার শান্তি কামনা করি। নীতুজি এবং রণবীর-সহ পুরো পরিবারের প্রতি সমবেদনা জানাই।”
টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী টুইট করে বলছেন, “ওঁর সঙ্গে সবসময় হাসিখুশিতেই সময় কাটত। নীতুজি, রণবীর এবং ঋদ্ধিমার প্রতি আমার সমবেদনা। ঈশ্বর ওঁর আত্মাকে শান্তি দিন।”
বিরাট কোহলি টুইট করে বলছেন, “এটা অবিশ্বাস্য, অবাস্তব। গতকাল ইরফান খান আর আজ ঋষিজি! আজ একজন কিংবদন্তির প্রয়াণ হল। এটা মেনে নিতে পারছি না। ওঁর আত্মার শান্তি কামনা করি। পরিবারের প্রতি সমবেদনা রইল।”
প্রজন্মের তারকাদের মধ্যে শিখর ধাওয়ান বলছেন, “এই খবর হৃদয়বিদারক। ওঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। ওঁর আত্মার শান্তি কামনা করি।”