এই প্রথম পুতিন প্রশাসনের কোনও শীর্ষ নেতার শরীরে থাবা বসাল কোভিড-১৯। এবার করোনায় আক্রান্ত হলেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুসতিন। রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ভিডিও কল করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে করোনায় আক্রান্ত হওয়ার সংবাদ দিচ্ছেন প্রধানমন্ত্রী মিশুসতিন। সেখানেই পুতিনকে বলতে শোনা যায়, “আপনার সঙ্গে যা হয়েছে, তা যে কোনও ব্যক্তির সঙ্গেই হতে পারে। আমি প্রথম থেকে এই কথাই বলে আসছি। আপনি খুব কর্মঠ মানুষ। এখনও পর্যন্ত আপনি যা কাজ করেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।”
হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রথম উপমুখ্যমন্ত্রী আন্দ্রেই বেলুসভকে তাঁর জায়গায় নিযুক্ত করার জন্য প্রেসিডেন্ট পুতিনের কাছে আরজি জানান মিশুসতিন। এবং তাঁর কথা মতো আপাতত রাশিয়ার প্রধানমন্ত্রী পদের দায়িত্ব সামলাবেন আন্দ্রেই বেলুসভ।
গত জানুয়ারি মাসেই প্রধানমন্ত্রী পদের দায়ভার নেন তিনি। রাশিয়ায় করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে তাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রসঙ্গত, রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে। শুক্রবার পর্যন্ত সে দেশে কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৬ হাজার ৪৯৮ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৭৩ জনের।