করোনায় জেরবার গোটা বিশ্ব। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে করোনায় মৃত্যু হচ্ছে পুরুষদের বেশি। ৩০ এপ্রিল বিকেল পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৭৪ জনের। তার মধ্যে ৬৫ শতাংশ পুরুষ। এর থেকেই ধারণা করা হচ্ছে করোনায় মহিলাদের থেকে পুরুষেরই মৃত্যু হয় বেশি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লাভ আগরওয়াল জানিয়েছেন, “এই তথ্য থেকে স্পষ্ট বয়স্ক মানুষ এবং যাঁদের এই সব রোগ রয়েছে তাঁদের অতিরিক্ত সাবধাণতা অবলম্বন করা প্রয়োজন”। দিল্লীর মূলচাঁদ হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট শ্রীকান্ত শর্মা জানিয়েছেন, “এই ধরনের রোগ থাকলে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। শরীরে অ্যান্টিবডি তৈরি হয় না”।
প্রসঙ্গত, ভারতীয় রোগীদের ক্ষেত্রেও ডায়াবিটিস, উচ্চরক্তচাপ, কিডনি ও হার্টের সমস্যা বড় সঙ্কট ডেকে আনছে করোনা রোগীদের ক্ষেত্রে।
২২ এপ্রিল জার্নাল অফ দ্য আমেরিকান মেডিকাল অ্যাসোসিয়েশনে প্রকাশিত একটি সমীক্ষায় নিউ ইয়র্ক শহরের ১২টি হাসপাতালে ভর্তি প্রায় ৫৭০০ কোভিড রোগীর উপর পরীক্ষা করে দেখা তার মধ্যে ৬০ শতাংশই পুরুষ।