কেন উইলিয়ামসনের কাছে এই মুহুর্তে সেরা ব্যাটসম্যান কে? ইন্সটাগ্রাম শোতে এই প্রশ্ন করেছিলেন ডেভিড ওয়ার্নার। যে প্রশ্নের জবাবে নিউজ়িল্যান্ড অধিনায়ক এক জন নয়, দু’জন ব্যাটসম্যানের নাম করেছেন। তাঁরা হলেন বিরাট কোহলি এবং এ বি ডিভিলিয়ার্স।
উইলিয়ামসন বলেছেন, ‘‘এক জনের নাম করা খুব কঠিন। তাই এই দু’জনকে বাছতে হল।’’ দক্ষিণ আফ্রিকার ডিভিলিয়ার্সকে কেন পছন্দ করেন তিনি? উইলিয়ামসন বলেছেন, ‘‘আমি জানি, ডিভিলিয়ার্স এখন শুধু ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় খেলে। কিন্তু দক্ষতার দিক দিয়ে ও সর্বোচ্চ স্তরেই আছে। আমাদের সময়ের ও এক জন বিশেষ দক্ষতাসম্পন্ন ক্রিকেটার। তবে আরও অনেক ভাল ক্রিকেটারও আছে।’
ভারত অধিনায়ক সম্পর্কে উইলিয়ামসন বলেছেন, ‘‘তিন ধরনের ক্রিকেটেই শাসন করার একটা খিদে আছে বিরাটের মধ্যে। বিরাটের খেলা দেখতে ভাল লাগে, ওর বিরুদ্ধে খেলতে ভাল লাগে। ওর থেকে শিখতেও ভাল লাগে। ও ব্যাটিংয়ের মানটাকে অনেক উঁচুতে নিয়ে গিয়েছে।’’