বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে যোগ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বৈঠকে নির্ধারিত সময়ে কথা বলবেন মেঘালয়, মিজোরাম, পুদুচেরি, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, ওডিশা, বিহার, গুজরাট ও হরিয়ানার মুখ্যমন্ত্রীরা।
আগামী ৩ মে চলতি লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে। এই পরিস্থিতিতে পরবর্তী রণকৌশল নিয়ে সোমবারের বৈঠকে বিশদে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
লকডাউনের মেয়াদ আর বাড়ানো হবে কি না, তা নিয়ে বিভিন্ন মহলে জোর জল্পনা চলছে। অনেকের মতে, অনিচ্ছা সত্বেও সংক্রমণের শৃঙ্খল ভাঙতে দেশের মানুষকে ৩ মে’র পরেও আরও বেশ কিছুদিন গৃহবন্দী করে রাখা ছাড়া সরকারের কাছে বিকল্প কোনও পথ খোলা নেই। সম্প্রতি সংবাদমাধ্যমে এ সংক্রান্ত একটি প্রতিবেদন তাঁদের সেই জল্পনায় ইন্ধন জুগিয়েছে। রিপোর্টে বলা হয়েছিল, আগামী ১৬ মে পর্যন্ত লকডাউন বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার।
যদিও অন্য মহলের মতে, দেশের করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এই পরিস্থিতিতে অর্থনীতির স্বার্থে সরকার লকডাউন প্রত্যাহারের পথে যেতে পারে, তা সে আংশিক হোক না কেন। আর তেমন হলে বিস্মিত হওয়ার কিছু নেই।