শনিবার রাতে হংকং রেডিও থেকে শুরু করে একাধিক সংবাদমাধ্যম উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের মৃত্যু হয়েছে বলে জানিয়ে দেয়। যদিও উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে গত কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে নানান ধরনের খবর রটেছে। কিন্তু তার মৃত্যু হয়েছে এই খবর শনিবার রাত থেকে ছড়াতে থাকে। কিন্তু সব গুজব উড়িয়ে দক্ষিণ কোরিয়া জানিয়ে দিল, কিম জীবিত। এবং তিনি ভাল আছেন।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা চুং ইন রবিবার সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, “উত্তর.কোরিয়ার শাসক কিম জং উন জীবিত রয়েছেন এবং তিনি ভাল আছেন।”
রবিবার শোনা যায়, কিম যে স্পেশাল ট্রেনে চড়ে ঘোরাফেরা করেন, তার ছবি তোলা হয়েছে উপগ্রহ থেকে। ছবিতে দেখা যাচ্ছে ওনসান নামে এক শহরের স্টেশনে দাঁড়িয়ে আছে সেই ট্রেন। স্টেশনের নাম ‘লিডারশিপ স্টেশন’। ২১ থেকে ২৩ এপ্রিলের মধ্যে কোনও এক সময় ওই ছবি তোলা হয়েছিল।
দক্ষিণের নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, ১৩ এপ্রিল থেকে উত্তর কোরিয়ার পূর্ব দিকের ওনসান শহরে কিম রয়েছেন। তবে এই সময়ের মধ্যে তাঁর কোনও সন্দেহজনক গতিবিধির খবর নেই। তিনি ওখানেই রয়েছেন।