করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করেও শেষ পর্যন্ত জেতা হল না বর্ষীয়ান কংগ্রেস নেতা বদরুদ্দিন শেখের। করোনায় মৃত্যু হল তাঁর। প্রয়াত নেতার বয়স হয়েছিল ৬৭ বছর।
জানা গিয়েছে, গত আটদিন আগে করোনার উপসর্গ নিয়ে গুজরাতের আমেদাবাদের এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। প্রাথমিক দিকে হোম কোয়ারেন্টাইনে থাকলেও পরবর্তী ক্ষেত্রে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক সপ্তাহ লড়াইয়ের পর অবশেষে হার মানলেন এই কংগ্রেস নেতা।
তাঁর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অন্য এক কংগ্রেস নেতা শক্তিসিং গোহিল। তিনি জানান, দুঃস্থ মানুষদের সাহায্য করতে গিয়ে এই ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন তিনি। অসুস্থ হওয়ার আগে পর্যন্ত সব সময় গরিব মানুষদের জন্য কাজ করেছেন বদরুদ্দিন।