বর্তমানে গোটা দেশজুড়ে ভয়াল পরিস্থিতির সৃষ্টি করেছে নোভেল করোনা ভাইরাস। প্রায় রোজই লাফিয়ে লাফিয়ে দেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে উপায় হল প্রচুর পরিমাণ টেস্ট। ঠিক এই দাবিতেই একাধিকবার সরব হয়েছেন বিরোধিরা। এই প্রসঙ্গকে তুলে ধরেই ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রবিবার এক টুইট বার্তায় কেন্দ্রের মোদী সরকারকে করোনা টেস্টের পরিমাণ আরও বাড়ানোর দাবিতে সোচ্চার হয়ে উঠলেন রাহুল।
রবিবার নিজের টুইটে সরব হয়ে ভারত সরকারকে করোনা মোকাবিলার উপায় বাতলে দিয়ে রাহুল গান্ধী লেখেন, ‘স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই বিষয়ে একমত যে করোনাকে হারাতে গেলে ক্রমাগত মানুষের করোনা পরীক্ষা করে যেতে হবে। ভারতে সমস্যা জট পাকিয়ে যাওয়ায় দৈনিক ৪০,০০০ হাজার পরীক্ষা থেকে দৈনিক ১ লক্ষ পরীক্ষায় নিয়ে যাওয়া যাচ্ছে না যদিও সেই পরিমাণ টেস্ট কিট মজুত রয়েছে। সমস্যার জট কাটাতে প্রধানমন্ত্রীর দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন।’
তবে রাহুল যে সমস্যার কথা তুলে ধরেছেন তাতে রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, সম্প্রতি দেশের সমস্ত রাজ্যে কিটের সমস্যার কারণে দুদিনের জন্য টেস্টিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। পরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় সেই টেস্ট। অনুমান করা হচ্ছে বিদেশ থেকে আনানো এই কিটে কিছু যান্ত্রিক ত্রুটি রয়েছে। সেই সমস্যা যত দ্রুত সম্ভব মিটিয়ে নতুন করে সরকারকে মাঠে নামার অনুরোধ রাহুল করেছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।