করোনা মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গোটা দেশের মতো বাংলাতেও চলছে দীর্ঘমেয়াদী লকডাউন। উদ্দেশ্য সামাজিক দূরত্ব বজায় রেখে গোষ্ঠী সংক্রমণ ঠেকানো। কিন্তু তাতে কী? লকডাউনের পরোয়া না করেই দক্ষিণ দিনাজপুরের হিলিতে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা ঘুরে দেখতে চলে গিয়েছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। ছিল না স্থানীয় প্রশাসনের আগাম অনুমতি। তারই জেরে এবার তাঁকে পাঠানো হল কোয়ারেন্টাইন নোটিস। ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের নোটিস ধরানো হয়েছে বালুরঘাটের সাংসদকে।
প্রসঙ্গত, লকডাউন চলাকালীন হিলিতে ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি সাংসদ সুকান্ত। গাড়িতে সীমান্তবর্তী গ্রামগুলি দেখতে যাচ্ছিলেন তিনি। নাকা চেকিংয়ে সাংসদের গাড়ি আটকে দেয় পুলিশ। ফিরে যেতে বলা হয় তাঁকে। কিন্তু এরপরই গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি জুড়ে দেন সাংসদ। শুধু তাই নয়। প্রতিবাদে রাস্তাতেই অবস্থান বিক্ষোভ শুরু করেন তিনি। বেশ কিছুক্ষণ পর পুলিশি হস্তক্ষেপে সেই বিক্ষোভ উঠে যায়। এই খবর কানে যেতেই মহকুমাশাসক সুকান্ত মজুমদারকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে যাওয়ার নোটিস পাঠান।