করোনার শিকার হয়েছেন রেল সুরক্ষা বাহিনীর জওয়ানরাও। যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা রেল শহর খড়গপুরে। জানা গিয়েছে, মোট ৮ জওয়ানের পজিটিভ রিপোর্ট এসেছে। এনাদের মধ্যে একজন উলবেড়িয়া, একজন মেচাদা এবং বাকি ৬ জন খড়গপুর টিভি হাসপাতালে কোয়ারেন্টাইনে রয়েছেন। এই খবর পেয়েই এবার উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। তিনি প্রশ্ন তুলেছেন, লকডাউন চলাকালীন কীভাবে ওই জওয়ানরা যাতায়াত করেছেন? কারা তাঁদের পাঠিয়েছেন?
প্রসঙ্গত, খড়্গপুর টিভি হাসপাতালের কোয়ারেন্টাইনে ১৮ জনের মধ্যে ৬ জনের রিপোর্ট পজেটিভ আসায় নড়েচড়ে বসে রেল প্রশাসন। জানা গিয়েছে, কিছু দিন আগে রেলের অস্ত্র নিতে দিল্লীতে গিয়েছিলেন ওই জওয়ানরা। তারপরই তাঁদের করোনা উপসর্গ লক্ষ্য করা যায়। দক্ষিণ-পূর্ব রেলওয়ে ডিভিশনাল সিকিউরিটি কমিশনার বিবেকানন্দ নারায়ণ জানান, অস্ত্র নিতে দিল্লীতে যায় আরপিএফ-এর ২৮ জওয়ান। যার মধ্যে ওড়িশায় কর্মরত এক জওয়ানের মধ্যে করোনা পজেটিভ মেলে। তারপরই বাকি জওয়ানদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এ নিয়েই নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন ডেরেক।
তিনি বলেন, খুব উদ্বগেজনক খবর। বাংলায় ৯জন আরপিএফ কর্মীর করোনা ধরা পড়েছে। খড়গপুরে ৬ জন, মেচেদা ও উলুবেড়িয়াতে ১ জন করে রয়েছেন। তাঁরা সকলেই ১৪ই এপ্রিল ট্রেনে দিল্লী থেকে কলকাতায় এসেছিলেন। লকডাউন চলাকালীন কি করে তারা ট্রেনে ভ্রমণ করছিলেন? কারা তাঁদের পাঠিয়েছে? স্ক্রিনিং? কত লোকের সাথে দেখা হয়েছিল?