এই প্রথমবার দেশের কোনও অ্যাকাডেমিক ইনস্টিটিউটের বানানো টেস্ট কিটকে সবুজ সঙ্কেত দিল আইসিএমআর। দিল্লী আইআইটির বানানো কোভিড টেস্ট কিটকে স্বীকৃতি দিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। এই কিটে কোভিড-১৯ সংক্রমণ ধরবে নির্ভুলভাবে।
গতকালই আইসিএমআরের ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব বলেছিলেন, “কোভিড সংক্রমণ ধরার বৈজ্ঞানিক পদ্ধতিই হল এই আরটি-পিসিআর টেস্ট। এই টেস্টে ভাইরাল স্ট্রেন চিহ্নিত করা যায়। সময় বেশি লাগলেও আরটি-পিসিআর টেস্টেই ১০০ শতাংশ নির্ভুলভাবে ধরা পড়ে সংক্রমণ”।
গবেষক প্রশান্ত প্রধান, আশুতোষ পাণ্ডে ও প্রবীণ ত্রিপাঠীর তত্ত্বাবধানে এই প্রজেক্ট চলছে দিল্লী আইআইটিতে। এই টিমে রয়েছেন ডক্টর পারুল গুপ্ত, ডক্টর অখিলেশ মিশ্র, অধ্যাপক বিবেকানন্দন পেরুমল, মনোজ বি মেনন, জেমস গোমস ও বিশ্বজিৎ কুণ্ডু।
গবেষকরা বলছেন, র্যাপিড টেস্টের জন্য অ্যান্টিবডি স্ক্রিনিং টেস্ট করাই যায়, তবে এই টেস্টে সংক্রমণের একটা আভাস পাওয়া যায়। কী ধরনের সংক্রমণ বা কোন জাতীয় ভাইরাসের সংক্রমণ হয়েছে সেটা ধরা যায় না। অ্যান্ডিবডি স্ক্রিনিংয়ে সংক্রমণ ধরা পড়লে নিশ্চিত হওয়ার জন্য বারে বারেই রিপিড টেস্ট করতে হয়। দিল্লীতে কম খরচে এমন আরটি-পিসিআর টেস্ট কিট বানানো হয়েছে যা একবারেই নির্ভুলভাবে টেস্টের রিপোর্ট সামনে আনবে।