ভারতে দ্বিতীয় দফায় প্রভাব বাড়িয়ে শক্তিশালী হয়ে উঠতে পারে এই মারণ ভাইরাস করোনা। জুলাই থেকে অগাস্টে বাড়তে পারে এই সংক্রমণের মাত্রা। বর্ষার আবহে শুরু হতে পারে এই সংক্রমণ। এমনটাই জানাচ্ছেন উত্তরপ্রদেশের শিব নদর বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সমিত ভট্টাচার্য্য।
তিনি জানান, “জুলাই থেকে অগাস্টের মধ্যেই বাড়তে পারে সংক্রমণের মাত্রা। ফলে দেশে এই সময় ফের ভাইরাসের সংক্রমণ মহামারির আকার নিতে পারে। আর এই সংক্রমণকেই দ্বিতীয় অধ্যায় বলে ধরা হবে।”
একটানা লকডাউনের জেরে ক্রমশ ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে। চাকরি হারিয়ে বৃদ্ধি পেয়েছে বেকারত্ব। ফলে একবার লকডাউন তুলে দিলে মানুষ কতটা নিজেদের ঘরে আটকে রাখতে পারবেন বা সচেতনতা বজায় রাখতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েছে।
অন্যদিকে বর্ষায় জলীয় হাওয়ায় ভর করে করোনা আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠলে দেশ সবদিক থেকেই ক্ষতিগ্রস্ত হবে বলে মত চিকিৎসকদের। ২৫ মার্চ থেকে শুরু করে ৩ মে পর্যন্ত চলবে এই লকডাউন।