রাজ্য সরকার অতীতে একাধিকবার অনুরোধ করেছে যাতে করোনা নিয়ে এখন কোনও রাজনীতি না হয়। এমনকি যাতে সোশাল মিডিয়ায় ভুয়ো করোনা সংক্রান্ত তথ্য পরিবেশন না হয় সেই জন্য পুলিশ প্রশাসনকে সতর্কও থাকতে বলা হয়েছে। তবুও প্রতিনিয়ত রাজ্য সরকারকে সাহায্য করার বদলে রাজনীতির নোংরা খেলায় মেতেছে বিরোধী শিবির। এমনকি সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে ভুয়ো তথ্যও।
সম্প্রতি এমনই কাণ্ড করে বিপাকে পড়লেন বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী।
কয়েকদিন আগে তিনি ফেসবুকে রাজ্যে করোনায় মৃতের তালিকা নিয়ে একটি পোস্ট করেছিলেন। সেই তথ্য অনুযায়ী জগৎবল্লভপুরে এক মহিলা নাকি করোনায় মারা গিয়েছেন। কিন্তু জগৎবল্লভপুরের ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জন কুণ্ডু দাবি করেন মহিলাটি মোটেও করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি, এমনকি ডেথ সার্টিফিকেটেও তার উল্লেখ নেই।
এরপরেই বাম নেতা সুজন চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। তাঁদের অভিযোগ, ভুল তথ্য দিয়ে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা। যদিও সিপিএমের তরফ থেকে এই নিয়ে এখনও সেভাবে মুখ খোলা হয়নি। তাঁদের দাবি আইনি পথে লড়তে তাঁরা প্রস্তুত। কিন্তু প্রশ্ন উঠছে এরকম ভুয়ো তথ্য দিয়ে এই সময় মানুষের মধ্যে ভীতির সঞ্চার করা কি খুব দরকারি?