রাজ্যে করোনা পরিস্থিতিতে প্রথম থেকেই ‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ ভূমিকায় দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। করোনা মোকাবিলায় ২০০ কোটির ফান্ড থেকে সরকারি হাসপাতালে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ, সবটাই নিজের হাতে দায়িত্ব নিয়ে করেছেন মমতা। এবার বিশ্বজোড়া এই করোনা পরিস্থিতিতে আগামীতে আরও বড় এক বিপদ পৃথিবীর ওপর নেমে আসতে চলেছে বলে সতর্ক করলেন তিনি। তা হল জলবায়ুর পরিবর্তন। সবাই মিলে একসঙ্গে এই বিপদের মোকাবিলা করতে হবে বলে ওয়ার্ল্ড আর্থ ডে বা বিশ্ব বসুন্ধরা দিবসে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
বুধবার সকালে টুইটারে মমতা লেখেন, ‘আজ বিশ্ব বসুন্ধরা দিবস। আমাদের পৃথিবী বর্তমানে মানবতার ইতিহাসে সবথেকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সেটা হল করোনা মহামারী। কিন্তু আরও বড় বিপদ আমাদের সামনে অপেক্ষা করছে। তা হল জলবায়ুর পরিবর্তন। আমাদের সবাইকে এর বিরুদ্ধে একসঙ্গে লড়ে আমাদের সুন্দর পৃথিবীকে বাঁচাতে হবে।’ এই সময়ে সত্যিই এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পৃথিবী। ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বাংলায় করোনা সংক্রমণ রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছেন। এবার এই লড়াইয়ের সঙ্গেই সবাইকে তিনি মনে করিয়ে দিতে চাইলেন জলবায়ুর পরিবর্তনের ফলে হওয়া সমস্যাগুলোর কথাও।