দেশজোড়া লকডাউনের মধ্যেই এবার করোনা আক্রান্ত হয়েছেন দিল্লীর ৩ পুলিশকর্মী। সোমবার দিল্লী পুলিশের এই ৩ কর্মীর কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। দিল্লীর নবি করিম এলাকায় ডিউটিতে ছিলেন এই তিনজন। রাজধানী শহরের ৮৪টি কনটেইনমেন্ট জোনের তালিকায় রয়েছে এই নবি করিম। এই জোনে নতুন করে তিন পুলিশকর্মীর শরীরে সংক্রমণের নমুনা মেলায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।
দিল্লীতে এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ২০৮১ জন। মৃত্যু হয়েছে ৪৭ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৪৩১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে ২১ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা মোট ১৮,৬০১। মৃত্যু হয়েছে ৫৯০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩২৫২ জন। এখনও অ্যাকটিভ কেসের সংখ্যা ১৪৭৫৯।
সূত্রের খবর, ইতিমধ্যেই সিল করা হয়েছে দিল্লী-গাজিয়াবাদ বর্ডার। মূলত সংক্রমণ রুখতেই মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছেন গাজিয়াবাদের জেলাশাসক অজয় শঙ্কর পাণ্ডে। এর আগে দিল্লী থেকে গাজিয়াবাদে যাওয়া ৬ জনের শরীরে পাওয়া গিয়েছিল কোভিড-১৯ সংক্রমণের নমুনা। তারপরেই সিল করা হয় দিল্লী-গাজিয়াবাদ বর্ডার। কেবলমাত্রা যাঁরা জরুরিভিত্তিক পরিষেবায় যুক্ত কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের কাজে যুক্ত তাঁদের ক্ষেত্রে সঠিক পাস থাকলে তবেই যাওয়ার অনুমতি পাওয়া যাচ্ছে।