করোনা মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গোটা দেশজুড়ে দীর্ঘমেয়াদি লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই যার সময়সীমা আরও বাড়িয়েছেন তিনি। তবে তার আগে থেকেই লকডাউন চলছে বাংলায়। কিন্তু কিছুতেই যেন বাগে আনা যাচ্ছে না এই মারণ ভাইরাসকে। এবার যেমন রাজ্যে একলাফে বেড়ে গেল আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণের ফলে নতুন করে তিনজনের মৃত্যুও হয়েছে। যার ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ১৫। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে করোনা আপডেট দিতে গিয়ে এমনটাই জানান রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে বলে জানান তিনি।
মুখ্যসচিব জানান, কলকাতা, হাওড়া, নদিয়া, পশ্চিম বর্ধমান ও হুগলি থেকে এসেছে এই ২৯টি কেস। ফলে এই মুহূর্তে রাজ্য করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৪। অন্যদিকে রাজ্যে মোট ৭৩ জন করোনা সংক্রমণ থেকে সেরে উঠেছে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। আবার রাজ্যে এখনও পর্যন্ত মোট ৬১৮২টি টেস্ট হয়েছে বলে এদিন জানান মুখ্যসচিব। যার মধ্যে মালদা জেলাতে ৭৪ জনের সমস্ত টেস্টে নেগেটিভ এসেছে। তাঁর কথায়, ‘মালদাতে ল্যাব ছিল না, আমাদের ভয় ছিলো টেস্ট হচ্ছে না বলে হয়তো ধরা পড়ছে না। কিন্তু পরে টেস্ট করে সব নেগেটিভ এসেছে।’
করোনা পরীক্ষার জন্য শহরের দু’টো নতুন ল্যাবও যুক্ত হয়েছে বলে জানিয়েছেন রাজীব সিনহা। রাজ্যে ৯টি জেলায় নতুন কোনো সংক্রমণ নেই। হোম কয়ারেন্টাইনে আছেন ৩৩হাজার ৩০৫ জন। সরকারি কোয়ারেন্টাইনে আছেন ৫ হাজার ১৬ জন। রাজ্যে কঠোরভাবে লকডাউন মানা হচ্ছে। লকডাউন ভাঙায় ৩১০০-র বেশি এফআইআর করা হয়েছে। ৩০০০ গাড়ি আটক করা হয়েছে। গ্রেফতার হয়েছে ২৮ হাজার।