ভারত তথা গোটা বিশ্বজুড়েই মারণ করোনা ভাইরাসের বিরুদ্ধে নিজেদের জীবন বাজি রেখে লড়াই করছেন চিকিৎসক সহ সকল স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য জরুরি পরিষেবা প্রদানকারীরা। এই কাজ করতে গিয়ে তাঁদের মধ্যেও অনেকে করোনা সংক্রামিত হচ্ছেন। প্রাণও হারাচ্ছেন অনেকে। এহেন পরিস্থিতিতে ‘করোনা ওয়ারিয়র্সদের’ বিশেষ সম্মান জানানোর সিদ্ধান্ত নিল উড়িষ্যা সরকার।
কোনো স্বাস্থ্যকর্মী বা জরুরি পরিষেবা প্রদানকারী কোনও ব্যক্তি করোনায় সংক্রামিত হয়ে মারা গেলে তাঁকে শহীদের মর্যাদা দেওয়া হবে বলে এদিন জানালেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। পাশাপাশি তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ স্বরূপ ৫০ লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।
এই প্রসঙ্গে তিনি জানান, ‘কেন্দ্রীয় সরকারের সহায়তায় রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনও স্বাস্থ্যকর্মী ও অন্যান্য জরুরি পরিষেবা প্রদানকারীরা কেউ যদি করোনা সংক্রমণের ফলে প্রাণ হারান তাহলে তাঁদের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।’ একইসঙ্গে বলেন, ‘রাজ্য সরকার এই সকল ব্যক্তিদের শহীদের মর্যাদা দেবে এবং তাঁদের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় হবে। তাঁদের এই আত্মত্যাগের কথা মাথায় রেখে জাতীয় দিবস তাঁদের পুরষ্কৃত করা হবে।’