দেশের মানুষ খেতে পাচ্ছেনা। এমন সময় ক্ষুধার্তদের মুখে অন্ন না দিয়ে দেশের বাড়তি চাল দিয়ে ইথানল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ইথানল থেকে যাতে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা যায় তাই এই অনুমতি দেওয়া হয়েছে। যা নিয়ে এবার রাগে অগ্নিশর্মা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দেশে যখন গরিব মানুষের ঘরে চাল পৌঁছে দেওয়া প্রয়োজন, সেই সময় ‘বড়লোকদের’ জন্য হ্যান্ড স্যানিটাইজার তৈরির কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না তিনি।
দেশে যে যথেষ্ট পরিমাণ খাদ্যশস্য মজুদ রয়েছে তা বারবার জানিয়েছে কেন্দ্র সরকার। ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া (এফসিআই)-র কাছে যে অতিরিক্ত চাল রয়েছে, সোমবার তা থেকেই ইথানল তৈরির অনুমতি দেয় কেন্দ্র। যেই চাল গরিবদের হাতে তুলে দেওয়ার কথা, তা দিয়ে বিত্তশালীরা হাত পরিষ্কার করবেন, এই পন্থা মানতে নারাজ রাহুল। নিজের টুইটারে ফের একবার ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘ভারতের গরিবদের ঘুম শেষ পর্যন্ত কখন ভাঙবে? আপনারা পেটের জ্বালায় মরছেন আর ওরা আপনাদের ভাগের চাল দিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিত্তশালীদের হাত পরিষ্কার করতে ব্যস্ত।’