যত দিন যাচ্ছে, ততই আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। রোজই গোটা বিশ্বজুড়ে প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। পৃথিবীজুড়ে ক্রমশ বাড়তে থাকা আক্রান্তের সংখ্যাটা সোমবার সকালে ছাড়িয়ে গিয়েছে ২৪ লক্ষের গণ্ডি। সংখ্যাটা এখন ২৪৯৯৫০১। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হারও। শেষ পাওয়া খবরে পৃথিবীজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭১৩৩৮ জন। বলার অপেক্ষা রাখে না, বাড়তে থাকা করোনার জেরে রীতিমতো তটস্থ গোটা বিশ্ব।
বিশ্বজুড়ে ক্রমাগত যেভাবে বেড়ে চলেছে করোনা দাপট তাতে আক্রান্ত ও মৃত্যুতে এখনই লাগাম টানা যাবে বলে মনে করছেন না কেউই। বিশ্বের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যায় সবচেয়ে ভয়াবহ অবস্থা আমেরিকার। শেষ পাওয়া খবরে সেখানে আক্রান্তের সংখ্যা ৭৯২৯৩৮। মৃত ৪২৫১৮। মৃতের সংখ্যায় এর ঠিক পরেই রয়েছে ইতালি। এখনো পর্যন্ত এখানে মৃত্যু হয়েছে ২৪১১৪ জনের। আক্রান্ত ১৮১২২৮ জন। মৃতের সংখ্যা ও পিছিয়ে নেই স্পেন ও ফ্রান্সও। স্পেনে মৃত্যু হয়েছে ২০৮৫২ জনের। ফ্রান্সে মৃত্যু ২০১১৪। যেভাবে মৃত আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তাতে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু।
খুব একটা ভালো নেই ভারতও। দেশে টানা লকডাউন জারি করা হলেও শেষ কয়েক দিনে এখানেও লাফিয়ে লাফিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে ২১ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা মোট ১৮,৬০১। মৃত্যু হয়েছে ৫৯০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩২৫২ জন। এখনও অ্যাকটিভ কেসের সংখ্যা ১৪৭৫৯। শুধু তাই নয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, একরাতে করোনা আক্রান্ত হয়েছেন ৯৪৫ জন। একরাতে সংক্রমণে মৃত্যু হয়েছে ৩১ জনের। পাশাপাশি সুস্থও হয়েছেন ৪১০ জন।