ভারতে লকডাউন হওয়ার আগেই দেশে ফিরে গিয়েছিলেন হাবাস। সেখানে হোম কোয়ারেন্টিনে ১৪ দিন থাকতে হয়েছিল তাঁকে। তারপর এখনও অবশ্য ঘরবন্দিই। এখন মাদ্রিদে বসেই এটিকের জন্য ফুটবলার খুঁজছেন তিনি।
করোনায় যে দেশের মৃত্যুর ঢল, সেই স্পেনে লকডাউনে অনেকটাই ঢিলে দেওয়া হয়েছে। সোমবার থেকে প্রায় তিন লক্ষ মানুষ নানা কাজে যোগ দিয়েছেন। যা দেখে বেশ আতঙ্কে পড়েছেন আইএসএল জয়ী এটিকে টিমের কোচ আন্তনিও হাবাস। এরমধ্যে তিনি এটিকের পরের মরশুমের ফুটবলার খুঁজে চলেছেন।
মাদ্রিদে বসে সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বালেন্সিয়ার প্রাক্তন কোচ বলেছেন, ‘করোনা আগ্রাসন বন্ধ করার জন্য লকডাউন আরও বাড়ানো দরকার ছিল। কিন্তু সেটা না হওয়ায় সংক্রমণ আরও মাথাচাড়া দেবে। কিন্তু স্পেন সরকার যা করেছেন সেটা আমাদের তো মেনেই নিতে হবে।’