করোনার থাবা এবার গুজরাত বিধানসভায়। আক্রান্ত কংগ্রেসের এক বিধায়ক। উদ্বেগের বিষয় হল, করোনা রিপোর্ট পজিটিভ আসার মাত্র ঘণ্টা ছয়েক আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপাণির সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠকে রাজ্যের উপমুখ্যমন্ত্রী নীতীন প্যাটেল, এবং মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য ছিলেন। এদের প্রত্যেকের করোনা সংক্রমণের সম্ভাবনা তৈরি হয়েছে।
২০১৭ সালের নির্বাচনে আহমেদাবাদের একটি কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন আক্রান্ত। তাঁর বিধানসভা কেন্দ্রেই আহমেদাবাদের মধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ দেখা গিয়েছে। করোনার সংক্রমণের বিষয়ে আলোচনা করার জন্য মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রী রুপাণির সরকারি বাসভবনে যান তিন কংগ্রেস বিধায়ক। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, মুখ্য সচিব, আহমেদাবাদ পুরসভার আধিকারিক এবং আহমেদাবাদের পুলিশ কমিশনার। ওই তিন কংগ্রেস বিধায়কের মধ্যেই একজন করোনায় আক্রান্ত হয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর গুজরাতের সচিবালয়ের নর্মদা হলে একটি সাংবাদিক সম্মেলনও করেন আক্রান্ত বিধায়ক। সেখানে বহু সাংবাদিক উপস্থিত ছিলেন।
গুজরাত প্রশাসন সুত্রের খবর, আক্রান্তের সঙ্গী ২ কংগ্রেস বিধায়ককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আক্রান্ত বিধায়ক মুখ্যমন্ত্রী রুপাণির থেকে অন্তত ১৫-২০ মিটার দূরে বসেছিলেন। তবু চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে। ওই বৈঠকে যারা যারা উপস্থিত ছিলেন তাঁদের প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ বাসভবন স্যানিটাইজ করা হচ্ছে। স্যানিটাইজ করা হচ্ছে সচিবালয়ের নর্মদা হলও। আক্রান্ত বিধায়কের সাংবাদিক সম্মেলনে যারা যারা উপস্থিত ছিলেন তাঁদের প্রত্যেকের স্বাস্থ্যের দিকে নজর রাখা হবে।