মধ্যপ্রাচ্যে আটকে পড়া কয়েক হাজার ভারতীয় কর্মীকে দেশে ফেরানোর আবেদন জানিয়ে টুইট করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। কেন্দ্রীয় সরকারকেই এব্যাপারে যথোপযুক্ত পদক্ষেপ করার দাবি জানিয়েছেন রাহুল।
টুইটে রাহুল বলেন, ‘মধ্যপ্রাচ্যে কোভিড -১৯ সংকটে ব্যবসা বন্ধের ফলে হাজার-হাজার ভারতীয় কর্মী গভীর সঙ্কটে পড়েছেন। দেশে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন তাঁরা। আমাদের ভাই-বোনদের পাশে দাঁড়াতে হবে কেন্দ্রীয় সরকারকে। প্রয়োজনে সরকারকে তাঁদের ফেরাতে বিমানের ব্যবস্থা করতে হবে।’
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে করোনাভাইরাস মহামারীর জেরে এখন কর্মহীন হাজার-হাজার ভারতীয়। ভিনদেশে ঘোরতর সমস্যার মধ্যে রয়েছেন ওই ভারতীয়রা। দেশে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন তাঁরা। ওই ভারতীয়দের দেশে ফিরিয়ে এনে তাঁদের নিয়মানুযায়ী পৃথকীকরণের ব্যবস্থা করা উচিত বলে মনে করেন রাহুল গান্ধী।
এই মুহূর্তে ভিনদেশে দুর্বিষহ যন্ত্রণার সঙ্গে দিন কাটাচ্ছেন ওই ভারতীয়রা। বিপাকে পড়া ওই ভারতীয়দের পাশে দাঁড়াতে কেন্দ্রের কাছে আবেদন জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।