গত ১৪ তারিখ প্রথম দফার লকডাউন শেষ হওয়ার কথা থাকলেও, তা মে মাসের ৩ তারিখ অবধি বাড়ানো হয়েছে। এরফলে দেশজুড়ে লকডাউনের জন্য বন্ধ রয়েছে রেল পরিষেবা, হোটেল পরিষেবা সহ একাধিক ক্ষেত্র। যেই কারণে সব বুকিং বাতিল করতে বাধ্য হয়েছে ছোট বড় সংস্থাগুলো। এতে ব্যবসায় যে বিপুল ক্ষতি হয়েছে তা পোষাতে কিছু বিশেষ ক্ষেত্রে জিএসটি রিফান্ড দাবি করার অনুমতি দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস।
জানা গেছে, ইনভয়েস জেনারেট হওয়ার পর বুকিং বাতিল হলে জিএসটি রিফান্ড দাবি করতে পারবে সংশ্লিষ্ট সংস্থা। এই বিষয়ে, সিবিআইসি স্পষ্ট জানিয়েছে আউটপুট লায়াবিলিটি না থাকলে যার বুকিং বাতিল হল, তিনি বাড়তি কর ফেরত দাবি করতেই পারেন। আবার ঠিক একই ভাবে পরিষেবা প্রদানকারীও একই কাজ করতে পারবেন। কিন্তু এইমুহূর্তে লকডাউন চলায় কোনওরকম সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তাই যতদিন না লকডাউন উঠছে এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন এই বিষয়ে নিশ্চিত হতে পারছে না কেউই।