দিনকে দিন আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। রোজই প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। গতকালই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছিল ১০ হাজারের গন্ডি। আর আজ সেই সংখ্যা ১১,০০০ ছাড়িয়ে গেল। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী বর্তমানে ভারতে আক্রান্তের সংখ্যা ১১,৪৩৯। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০৭৬ জন। এই একই সময়ে প্রাণ হারিয়েছেন ৩৮ জন। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭৭। এখনও পর্যন্ত ১৩০৫ জন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।
কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, এখনও দেশে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে ২৬৮৭ জন করোনা আক্রান্ত, মারা গিয়েছেন ১৭৮ জন। তারপরেই আছে দিল্লী (১৬২১), তামিলনাড়ু (১২০৪), রাজস্থান (৯৬৯), মধ্যপ্রদেশ (৭৩০), গুজরাত (৬৫০), তেলেঙ্গানা (৬২৪)। সরকারি সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত সারা দেশে প্রায় ৬০০টি হাসপাতালে করোনা স্পেশাল চিকিৎসার জন্য ব্যবহার করা হচ্ছে। আইসোলেসন বেড রয়েছে এক লক্ষের বেশি, আইসিইউ বেড ১২,০২৪ টি। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ সূত্রে খবর, এখনও পর্যন্ত ২ লক্ষ ৩১ হাজার করোনা টেস্ট করা হয়েছে।