আমেরিকায় ক্রমশ খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি। অ্যারিজোনায় গল্ফ খুব গুরুত্বপূর্ণ খেলা। তাই ইউএস ওপেন -সহ বিশ্বের অন্য গল্ফ মিট বন্ধ হলেও অ্যারিজোনায় তা বন্ধ হয়নি, কারণ সরকার থেকে গল্ফের উপর ছাড় দেওয়া হয়েছিল। সোমবার পর্যন্ত অ্যারিজোনায় করোনাভাইরাস পজিটিভ রোগীর সংখ্যা ৩৫৩৯। মৃত্যু হয়েছে ১১৫ জনের।
কোর্সে গল্ফাররা নিজেদের মধ্যে ছ’ফুট দূরত্ব বজায় রাখছেন। কেউ কারও সঙ্গে কাছে গিয়ে কথা বলতেন না। একে অন্যের কাছাকাছি যাওয়ার নিয়মও নেই। প্রত্যেক দিন, প্রতি রাউন্ডের শেষে গল্ফ কার্ট ধোয়া হয়েছে এবং ব্লিচ করা হয়েছে। আমেরিকায় করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে অ্যারিজোনায় রবিবার শেষ হয়েছে মেয়েদের একটি গল্ফ মিট। নয়ডার ১৫ বছরের মেয়ে অনিকা ভার্মা শোনালেন সেই মিটে খেলার এমনই অভিজ্ঞতা।
অনিকা বলছেন, ‘প্রত্যেকটি হোলের টিন কাপ ফোম দিয়ে ভর্তি করা হয়েছিল। যাতে পাটের পর হোলের মধ্যে হাত ঢুকিয়ে বল না বের করে আনতে হয়। কোনও ভেন্যুর বাথরুমের দরজা বন্ধ থাকত না। কোর্সের বিভিন্ন জায়গায় স্যানিটাইজার রাখা থাকত।’ এর পর বলছেন, ‘তবে একবার ম্যাচ শুরু হলে ফোকাস করতে সমস্যা হয়নি। যে ধরনের ব্যবস্থা ওখানে নেওয়া হয়েছিল, সেটা শুরুতে অস্বাভাবিক মনে হলেও রোগ যাতে না ছড়ায়, তার জন্য এটা ছিল জরুরি।’