করোনার জেরে গোটা রাজ্যে এখন লকডাউন। সেই কারণেই বিগত দুটি রাজ্য মন্ত্রিসভার বৈঠক বাতিল করা হয়েছিল। কিন্তু এবার আর সেটি করতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই জন্যই আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারে নবান্ন সভাঘরে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। লকডাউন পর্বে এই প্রথম মন্ত্রিসভার বৈঠকের আয়োজন করতে চলেছে রাজ্য সরকার।
অতীতে লকডাউনের জেরে ২৩ মার্চ ও ৩১ মার্চের রাজ্য মন্ত্রিসভার বৈঠক বাতিল করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার তার পুনরাবৃত্তি করতে নারাজ প্রশাসন, আর তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইমতো সকল মন্ত্রিদের নবান্ন থেকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে কলকাতা ও পাশ্ববর্তী জেলার মন্ত্রীরা না হয় উপস্থিত থাকলেন, কিন্তু যারা উত্তরবঙ্গে বা দক্ষিনবঙ্গে রয়েছেন তাঁরা এই সময় আসবেন কী করে!
এই প্রসঙ্গে জানা যাচ্ছে, উত্তরবঙ্গের মন্ত্রীদের এই সময় ডাকা হবে না। পাশাপাশি যেখানে করোনার প্রভাব বেশি সেই সব জেলার মন্ত্রীদের ডাকা হবে কি না, তা নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। নবান্ন সূত্রের খবর, লকডাউন নিয়ে বর্তমান যে অবস্থা রাজ্যে সেই নিয়েই সকল মন্ত্রীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া কয়েকটি ক্ষেত্রে কিছু ছাড়ের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই নিয়েও আলোচনা হতে পারে এদিন।