কয়েক দিন ধরেই আরও খারাপ হচ্ছিল পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছিল দেশে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা। যার জেরে বুধবারই পাঁচ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছিল আক্রান্তের সংখ্যা। তবে এত দিন পর্যন্ত ২৪ ঘণ্টার নিরিখে দেশ জুড়ে সর্বাধিক আক্রান্তের সংখ্যা ছিল ৮৯৬। গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা ছাপিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ল ১০৩৫। এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৯ জন। তার ফলে সারা দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৪৭। চিকিৎসকদের মতে, দেশ জুড়ে করোনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। তার ফলে নতুন আক্রান্তরা সামনে আসছেন। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪০ জনের মৃত্যুও হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা এখন ২৩৯ জন।
অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১১৬। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের হিসাব অনুযায়ী অবশ্য এ রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮৯। সারা দেশের নিরিখে মহারাষ্ট্র যেন করোনার ভরকেন্দ্র হয়ে উঠেছে। সেখানকার যে ছবি উঠে আসছে তা যথেষ্টই উদ্বেগজনক। ওই রাজ্যে মোট ১৫৭৪ জন করোনা আক্রান্ত ধরা পড়েছেন। সেখানে মৃত্যুও হয়েছে ১১০ জনের। মহারাষ্ট্রের পরেই রয়েছে দিল্লি। সেখানে ৯০৩ জন আক্রান্ত হয়েছেন। মধ্যপ্রদেশেও আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১৭৬ জন বেড়ে এখন হয়েছে ৪৩৫। জম্মু-কাশ্মীরেও করোনা আক্রান্তের সংখ্যা এখন ২০৭।