করোনার থাবায় গোটা বিশ্বজুড়ে উঠেছে ত্রাহি ত্রাহি রব। এখনও অবধি এই মারণ ভাইরাসে আক্রান্ত বিশ্বের প্রায় ১৬ লক্ষ মানুষ। মৃতের সংখ্যা ৯৬০০০ ছুঁইছুঁই। যে সব দেশে করোনার প্রভাব পড়েছে, তার মধ্যে রয়েছে ইমরান খানের দেশ পাকিস্তানেও। কিন্তু এই পরিস্থিতিতেও তাদের লক্ষ্য একটাই, তা হল জম্মু-কাশ্মীর। হ্যাঁ, করোনা ভাইরাস নিয়ে যখন জেরবার গোটা বিশ্ব, তখনও জম্মু কাশ্মীর ইস্যু নিয়ে পিছু হঠতে রাজি নয় পাকিস্তান। কিছুদিন আগেও রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর ইস্যু নিয়ে মন্তব্য করতে গিয়ে বন্ধু চীনের সাহায্য পায়নি ইমরানের দেশ।
কিন্তু পরবর্তী সময়ে ভোল বদলায় চীন। রাষ্ট্রপুঞ্জে তারা জানায় কাশ্মীর ইস্যুতে তারা খুব নিপুণভাবে নজর রাখছে। এই ইস্যুতেই এবার শি জিনপিং সরকারকে এক হাত নিল ভারত। রাষ্ট্রপুঞ্জে চীনের মন্তব্যের প্রেক্ষিতে ভারতের কড়া জবাব, ‘জম্মু-কাশ্মীর আমাদের ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’ পাশাপাশি ভারতের পক্ষ থেকে এ-ও জানানো হয়, জম্মু কাশ্মীর ইস্যু নিয়ে রাষ্ট্রপুঞ্জের চীন যে মন্তব্য করেছে তা সম্পূর্ণরূপে অস্বীকার করছে ভারত সরকার। চীন খুব ভাল মতই জানে এই ইস্যুতে ভারতের অবস্থান কোথায়। জম্মু-কাশ্মীর আজীবন ভারতের অংশ এবং এটা সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয়।