মারণ ভাইরাস করোনায় আক্রান্ত ১৬ লাখের বেশি মানুষ। মৃতের সংখ্যাও দিন দিন বাড়ছে। তবু স্বস্তির কোনো ইঙ্গিত নেই। এমন পরিস্থিতিতে অন্য আশঙ্কার কথা শোনাল রাষ্ট্রপুঞ্জ। মহাসচিব আন্তোনিও গুয়েতেরেসের আশঙ্কা, ‘করোনা পরিস্থিতির সুযোগে বাড়তে পারে সন্ত্রাস-হানা।’ করোনা মহামারির জেরে নিরাপত্তা পরিষদের চলতি বৈঠকে এমনই জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব।
করোনার মোকাবিলায় যে যে দুর্বলতা প্রকট হচ্ছে, তার সুযোগে জৈব-অস্ত্র ব্যবহারে সন্ত্রাসবাদী হামলার সুযোগ ক্রমশই বাড়ছে। ভবিষ্যতেও বিশ্বে এই ধরনের পরিস্থিতির আশঙ্কা বাড়াতে পারে রাষ্ট্রবিরোধী গোষ্ঠীগুলি।’ নিজের বক্তব্যে জানান মহাসচিব গুয়েতেরেস।
করোনা-মোকাবিলার মধ্যেও ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই’কে উপেক্ষা করার সুযোগ নেই বলে ফের মনে করিয়ে দেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। এছাড়াও বর্তমান পরিস্থিতিতে মানবাধিকার লঙ্ঘন যাতে না হয়, সেদিকেও নজর রাখা হবে।