করোনার ত্রাণে টাকা তোলার জন্য ভারত ও পাকিস্তান, দু’দেশের তিন ম্যাচের ভারত-পাক ওয়ান ডে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার। এই প্রস্তাব ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব একেবারেই মেনে নিতে পারছেন না। বলে দিচ্ছেন, “ভারতের টাকার প্রয়োজন নেই। খেলা বা অর্থের চেয়েও জীবনের মূল্য অনেক বেশি।”
করোনার বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রীয় সরকারের তহবিলে ৫১ কোটি টাকার আর্থিক অনুদান দিয়েছে ভারতীয় বোর্ড। কপিলের বক্তব্য, “ভারতীয় বোর্ড কিন্তু কম সাহায্য করেনি। ক্রিকেট ম্যাচ আয়োজন করে ত্রাণ সংগ্রহের কোনও প্রয়োজন দেখছি না। পরিস্থিতি দ্রুত ভাল হবে বলে মনে হচ্ছে না। এই আতঙ্কের মাঝে ম্যাচ আয়োজন করা মানে প্রত্যেক ক্রিকেটারের জীবনের ঝুঁকি নেওয়া। এ সবের কোনও প্রয়োজনই এখন নেই।”
কেন শোয়েব এই প্রস্তাব দিলেন, তা বুঝে উঠতে পারছেন না কপিল। তিনি মনে করেন, আগামী ছয় মাসের আগে মাঠে নামাই সম্ভব নয়। বলছিলেন, “টিভি সম্প্রচার থেকে কী এমন টাকা তোলা সম্ভব, যা দু’দেশকে আর্থিক ভাবে সাহায্য করবে? আগামী পাঁচ থেকে ছ’মাস কোনও ধরনের ক্রিকেটেরই আশা করা উচিত নয়।”