করোনার বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমবঙ্গ সরকারের পাশে এসে দাঁড়িয়েছে বহু প্রতিষ্ঠান। এবার সরকারের পাশে দাঁড়াল কলকাতা বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। দান করেছে ১০ লক্ষ টাকা।
তবে শুধু অর্থ সাহায্য করেই থেমে যায়নি ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে রসায়ন বিভাগের বিভিন্ন যন্ত্রপাতি এবং কর্মীদের সাহায্য নিয়ে তৈরি হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। বিশ্ববিদ্যালয়ের জুট এবং ফাইবার টেকনলজি বিভাগে তৈরি হচ্ছে মাস্ক। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিলি শুরু করা হবে বলেও জানানো হয়েছে।
এছাড়াও এমন কঠিন সময়ে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে এগিয়ে এসেছে বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি অ্যান্ড অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগ।