এর আগে দক্ষিণ-পূর্ব দিল্লীর কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানোয় ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছিল দিল্লীর নিজামুদ্দিনে তবলিঘি জামাতের ধর্মীয় সমাবেশে যোগদানকারীদের বিরুদ্ধে। শুধু সভ্য আচরণই নয়, পাশাপাশি ডাক্তার, স্বাস্থ্য কর্মীদের ওপর থুতু ছেটানোর অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে। এবার তার প্রমাণ মিলল দিল্লীর দ্বারকায়। দ্বারকার কোয়ারেন্টাইন সেন্টারগুলি লক্ষ্য করে মূত্র ভর্তি বোতল ছোঁড়ার অভিযোগ উঠল কয়েকজন জামাত সদস্যের বিরুদ্ধে। এক চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে দ্বারকা উত্তর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধেবেলা দ্বারকার কোয়ারেন্টাইন সেন্টারের পাশের কয়েকটি বাড়ি থেকে মূত্র ভর্তি বোতল ছোঁড়া হয়। কোয়ারেন্টাইনের চিকিৎসকের অভিযোগ, ‘করোনার সংক্রমণ ছড়িয়ে দিতেই এই ধরণের আচরণ করছেন জামাতের সদস্যরা।’ দ্বারকা এলাকার একটি বহুতলের দু’টি ফ্লোরকে কোয়ারেন্টাইন কেন্দ্র করেছে দিল্লী সরকার। সেখানেই রয়েছেন বেশ কয়েকজন জামাত সদস্য। ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লী পুলিশ।
অন্যদিকে গাজিয়াবাদে কোয়ারেন্টাইন ওয়ার্ডের মধ্যে জামাত সদস্যদের বিরুদ্ধে পোশাক খুলে ঘুরে বেড়ানোর অভিযোগ ওঠে। এমনকি নার্সদের থেকে বিড়ি-সিগারেট চাইছে বলে জানা যায়। উত্তর রেলের কোয়ার্টারের কোয়ারেন্টাইনে থাকা জামাত সদস্যদের বিরুদ্ধে চিকিৎসক নার্সদের গায়ে থুথু ছেটানোরও অভিযোগ উঠেছিল। ফলে সেই অভিযুক্ত জামাত সদস্যের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইন লাগু করেছে উত্তরপ্রদেশ সরকার।