দিনকয়েক ধরেই আরও খারাপ হচ্ছিল পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছিল আক্রান্ত এবং মৃতের সংখ্যা। যার জেরে সোমবারই একশো ছাড়িয়ে গিয়েছিল দেশে করোনায় মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসের বলি হয়েছেন আরও ৩৫ জন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৯। এবং করোনা আক্রান্তের সংখ্যা ৫০০০ ছাড়িয়েছে। তবে এরই মধ্যে ব্যাতিক্রমী ছবি ধরা পড়ল মধ্যপ্রদেশের জব্বলপুরে। করোনা ভাইরাসের চেইন ভেঙে দিয়েছে তারা! এবার এমনটাই দাবি করল সেখানকার স্থানীয় প্রশাসন।
সূত্রের খবর, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত জবলপুরে শেষ ১২ দিনে কেউ আক্রান্ত হননি করোনা ভাইরাসে। যেখানে এ রাজ্যের প্রথম চারজন করোনা আক্রান্তই জবলপুরের বাসিন্দা। কিন্তু এখন স্থানীয় প্রশাসন দাবি করছে, প্রায় দুই সপ্তাহ হতে চললেও নতুন করে এখানে কেউ আক্রান্ত হয়নি ভাইরাসে। জব্বলপুর প্রশাসনের এই দাবিতে আশার আলো দেখছেন সমগ্র দেশবাসী।