১৪ এপ্রিলের পরই উঠছে না দেশজোড়া লকডাউন। সর্বদল বৈঠকে এই কথা জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেও লকডাউন এখনই তোলা সম্ভব নয় বলে জানালেন প্রধানমন্ত্রী।
কোনও অবস্থাতেই এখনই লকডাউন উঠছে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে মনে করা হয়েছিল যে আগামী শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। কিন্তু বুধবার সর্বদল বৈঠকেই মোদী জানিয়ে দিলেন যে বর্তমান পরিস্থিতিতে লকডাউন তুলে নেওয়া সম্ভব নয়।
করোনাভাইরাসের আগে ও পরে জীবন একরকম থাকবে না বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। এবার থেকে প্রায় সবার জীবনেই করোনা-পূর্ববর্তী ও পরবর্তী অধ্যায় পৃথক ভাবে চিহ্নিত হবে। এক বিশাল সামাজিক, ব্যক্তিগত ও আচরণমূলক পরিবর্তন আসতে চলেছে বলেও জানিয়েছে প্রধানমন্ত্রী।
এ প্রসঙ্গে সরকারের এক সূত্র জানিয়েছেন, ‘লকডাউন বাড়ানোর জন্য একাধিক রাজ্য আর্জি জানিয়েছে কেন্দ্রের কাছে। এমনকি, বিশেষজ্ঞরাও লকডাউনের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছেন। এই মুহূর্তে কেন্দ্র সরকার এ বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করছে।’
জানা গিয়েছে, এখনও পর্যন্ত কমপক্ষে ৭টি রাজ্য লকডাউনের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছে মোদী সরকারের কাছে। ওই রাজ্যগুলিতে করোনা আক্রান্তের সংখ্য়া মোট ১৩৬৭। ওই রাজ্য গুলোর তরফে জানানো হয়েছে, আগামী ১৪ এপ্রিল লকডাউন শেষ হওয়ার পরও তাদের রাজ্যে বিধিনিষেধ বহাল রাখতে চায়।