সাম্প্রতিক কালের এই করোনার আবহে রাজ্য থেকে দেশ পেরিয়ে সারা বিশ্বেই রাজনৈতিক-কূটনৈতিক বিরোধিতা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। সোমবার সাত সকালে টুইট করে এবার সে কথাই স্মরণ করিতে দিতে চাইলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন টুইটারে তিনি লেখেন, ‘কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে ইতিবাচক পরিবর্তন হল, রাজনৈতিক ভাইরাস অকেজো হয়ে গেছে। সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমস্ত রাজনৈতিক দলের সমর্থন নিয়ে টপ গিয়ারে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’
প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল থেকে ডোনাল্ড ট্রাম্প, সূর্যকান্ত মিশ্র থেকে শি জিনপিং, স্মৃতি ইরানি থেকে রাহুল গান্ধী– বিরোধীদের সম্পর্কে যাঁরা সবসময় যুদ্ধংদেহি মেজাজে থাকেন, তাঁরা একেবারেই নিষ্প্রভ। বরং প্রত্যেকেরই এখন প্রধান শত্রু নভেল করোনা ভাইরাস। হ্যাঁ, কেন্দ্রীয় সরকার আর্থিক প্যাকেজ ঘোষণা করার পাঁচ মিনিটের মধ্যে রাহুল গান্ধী যেমন টুইট করে বলছেন, ‘সঠিক পদক্ষেপ!’ তেমনি দু’সপ্তাহ আগে যে ট্রাম্প বলেছিলেন, চীন ভাইরাস ছড়িয়েছে। করোনা ‘চিনা ভাইরাস’। সেই ট্রাম্পই এখন চিনা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে করোনা মোকাবিলায় একসঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন।