করোনার জেরে বর্তমানে গোটা বিশ্ব রীতিমত স্তব্ধ। একইসঙ্গে ভারতেও করোনার প্রভাব বেশ ভালমতই লক্ষ্য করা গেছে। যার ফলে এইমুহূর্তে লক ডাউনে রয়েছে গোটা দেশ। আতঙ্কে রয়েছে কোটি কোটি দেশবাসী। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২৯ জনের। দেশের অর্থনৈতিক অবস্থাও তলানিতে এসে ঠেকেছে।
এই অবস্থায় শিল্পপতি, খেলোয়াড়, অভিনেতা- প্রায় সমস্ত ফিল্ড থেকেই অনেকেই স্বেচ্ছায় সাহায্যের হাত এগিয়ে দিয়েছেন। সেই তালিকায় রয়েছে বলিউডও। তবে বলিউডের অনেক বড় বড় নামই এই তালিকায় এখনও পর্যন্ত নেই। সেলেবদের মধ্যে যত জন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ আর্থিক সাহায্য এখনও পর্যন্ত এসেছে অক্ষয় কুমারের কাছ থেকে। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে তিনি ২৫ কোটি টাকা দান করেছেন। একইসঙ্গে টুইট করে লেখেন, ‘দেশের মানুষের জীবনের বিষয় এটা। যতটা সম্ভব তাঁদের জন্য এগিয়ে আসা দরকার।’
অক্ষয় কুমারের এগিয়ে আসা দেখে আরও অনেক সেলেব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অভিনেতা বরুন ধওয়নও নিজেকে করোনা-যুদ্ধে সামিল করেন। ৩০ লক্ষ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন তিনি। এর পরই বরুনের টুইট, ‘আমরা এই পরিস্থিতি সামলে উঠবই। দেশ ঠিক থাকলে আমরাও ঠিক থাকব।’ এছাড়াও অভিনেতা রাজকুমার রাও প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে এবং জোমাটো ফিডিং ইন্ডিয়ায় অর্থ সাহায্য করেছেন। তবে কত টাকা দিয়েছেন তা জানাননি।
দক্ষিণ ভারতের অভিনেতা আল্লু অর্জুন ১ কোটি ২৫ লক্ষ টাকা তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং কেরলের সরকারকে দেওয়ার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য সমস্ত মানুষকে গৃহবন্দী এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকারও অনুরোধ করেন তিনি। অর্থ সাহায্য করতে এগিয়ে এসেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্তও। থালাইভা ত্রাণ তহবিলে ৫০ লক্ষ টাকা দান করেছেন। এই দলে নাম লিখিয়েছেন ‘বাহুবলী’ প্রভাস। কোভিড ১৯ ত্রাণ তহবিলে ৪ কোটি টাকা অর্থ সাহায্য করেছেন তিনিও।
তবে বলিউড বললেই সর্বাগ্রে যাঁদের নাম মাথায় আসে, সেই শাহরুখ খান, আমির খান, দীপিকা পাডুকোন, বচ্চন পরিবার বা কাপুর পরিবারের তরফে এখনও অবধি এমন কোনও ধরনের সাহায্যের আশ্বাস পাওয়া যায়নি। যদিও রিলিফ ফান্ডে সরাসরি অর্থ সাহায্য না করলেও ২৫ হাজার দিন মজুরের দায়িত্ব নিয়েছেন সলমন খান। এখন দেখার বলিউডের বাদশা-শাহেনশাহরা দেশের দুর্দিনে কবে এগিয়ে আসেন।