লকডাউন না মানলে কার্ফু জারি হতে পারে বাংলায়। এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে ।
লকডাউন পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক হবে। নবান্নে মুখ্যসচিবের সঙ্গে জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স হবে । উপস্থিত থাকবেন সিপি-এসপিরা। বিভিন্ন এলাকার লকডাউন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে সেই বৈঠকে । এরপরেই স্থির করা হবে রাজ্যে কার্ফু জারি করার প্রয়োজন কতটা রয়েছে।
গতকাল বিকেল ৫টা থেকে লকডাউন শুরু হয়েছে রাজ্যে। করোনা সংক্রমণ রুখতে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের উপর জোর দিচ্ছে সরকার । বারবার মানুষজনকে রাস্তায় বেরতে, জমায়েত করতে নিষেধ করা হচ্ছে । কিন্তু তা সত্ত্বেও মঙ্গলবার সকাল থেকেই একাধিক জায়গায় দেখা গিয়েছে পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে যথেষ্ট অবগত না হয়েই মানুষজন রাস্তাঘাটে বেরিয়েছেন । সর্বত্র পুলিশ সেই পরিস্থিতি কড়া হাতে মোকাবিলা করেছে। বিভিন্ন জায়গায় লাঠিচার্জও করেছে পুলিশ। গতকাল রাতেই কলকাতা থেকে ২৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এরপরেও যদি পরিস্থিতি সামাল দেওয়া না যায় তাহলে খুব শীঘ্রই কেন্দ্রের নির্দেশিকা মেনে কার্ফু জারির পথে হাঁটতে পারে রাজ্য সরকার।