ইতালিতে পড়াশোনা করা ভারতীয় ছাত্রদের নিয়ে বিশেষ এয়ার ইন্ডিয়ার বিমান পৌঁছল দিল্লীতে৷ আজ সকালেই এয়ার ইন্ডিয়ার এই বিশেষ বিমানে দিল্লির ইন্দিরা গান্ধী বিমান বন্দরে এসে পৌঁছয়৷ বিমানে ছিলেন ২৬৩ জন ভারতীয় ছাত্র৷
রোম থেকে এয়ার ইন্ডিয়ার এই বিশেষ বিমান ছাড়ার পর ইতালিতে ভারতীয় দূতাবাসের তরফে টুইটারে ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘২৬৩ জন ভারতীয় শিক্ষার্থী এবং সহানুভূতিশীল মামলাগুলি নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তনের আমাদের প্রতিশ্রুতি পূরণ করে রোম থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানের মাধ্যমে ভারতে যাত্রা করেছে৷ আন্তরিকভাবে এয়ার ইন্ডিয়া এবং ইতালিয়ান কর্তৃপক্ষের কাছে হাত মিলিয়েছে৷’
২৬৩ জন ছাত্রকে বিশেষ পর্যবেক্ষেণে জন্য মাধ্যমে কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানা গিয়েছে৷ দিল্লী বিমানবন্দের ইমিগ্রেশন ও থার্মাল স্ক্যানিয়ের পর তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হবে৷
ভারতে আক্রান্তের সংখ্যা প্রতিদিন হুহুু করে বাড়ছে৷ ইতিমধ্যে ৩০০ ছাপিয়ে গিয়েছে৷ এঁদের মধ্যে দেশে মারা গিয়েছেন ৪ জন৷ আর রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪ জন৷ এঁদের মধ্যে তিনজনই বিদেশ থেকে ফিরেছেন৷ এই তিনজনই বেলেঘাটা আইডি হাসাপাতালে ভর্তি৷ তিন জনের মধ্য দুই যুবক ইংল্যান্ড থেকে ফিরেছেন এবং একজন তরুণী ফিরেছেন স্কটল্যান্ড থেকে৷ বাকি একজন যিনি আক্রান্ত হয়েছেন তিনি ভর্তি সল্টলেকের আমরি হাসপাতালে৷