ইয়েস ব্যাঙ্কের আর্থিক নয়ছয় মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য রিলায়েন্স গ্রুপের মালিক অনিল আম্বানিকে সোমবার তাদের মুম্বইয়ের অফিসে ডেকে পাঠল ইডি। ইয়েস ব্যাঙ্ক থেকে প্রায় ১২৮০০ কোটি টাকার ঋণ নিয়েছিলেন মুকেশ আম্বানির ভাই। এবং তাঁর ঋণ না মেটানোর ফলে যেটা আজ অনাদায়ী ঋণ হয়ে গিয়েছে সেটা নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ইডির অফিসাররা। অনিলের বক্তব্য দুর্নীতি দমন আইনের আওতায় রেকর্ড করা হবে।
সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইডির কাছে যাওয়ার জন্য আরও সময় চেয়েছেন অনিল। সূত্রের আরও খবর, এই সপ্তাহের মধ্যেই রিলায়েন্স গ্রুপের অন্যান্য কর্তাদের এবং আরও যে সব কোম্পানি ইয়েস ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েও মেটায়নি তাদেরও তলব করতে চলেছে ইডি। এমাসের শুরুতেই ইয়েস ব্যাঙ্কের মালিক রাণা কাপুরকে গ্রেপ্তার করে নিজেদের হেপাজতে নিয়েছে ইডি। রাণা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে ইডির অভিযোগ, প্রায় ৪৩০০ কোটি টাকার ঋণ কয়েকটি কোম্পানিকে দিয়ে অপরাধে মদত দিয়েছিলেন তাঁরা। যেই ঋণ পরে অনাদায়ী হয়ে গিয়েছে।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে ইয়েস ব্যাঙ্কে আর্থিক সঙ্কট চলছিল। দেশের পঞ্চম বৃহত্তম বেসরকারি ঋণদাতা ওই ব্যাঙ্কের ওপরে গত সপ্তাহে আরবিআই নিষেধাজ্ঞা জারি করে। ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর রানা কাপুর টাকা তছরুপের দায়ে গ্রেফতার হন।